নিরাপদ সড়ক আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

Passenger Voice    |    ০২:৫৩ পিএম, ২০২০-০৭-২৮


নিরাপদ সড়ক আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

নিরাপদ সড়কের দাবিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড়, সফল ও অহিংস আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাহার দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

নিরাপদ সড়ক আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর উপকণ্ঠে বিমানবন্দর সড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে  শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হন। এছাড়া ওই দুর্ঘটনায় আহত হন ১০ শিক্ষার্থী। এর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে আসে তরুণ শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনার নামে ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধ ও সড়কে নারকীয় পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে দেশব্যাপী গড়ে ওঠা দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল ওই অহিংস আন্দোলনে সকল শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছে, সমর্থন দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণীমহলসহ প্রশাসনের সবাই ওই আন্দোলনকে সমর্থন জানালেও আন্দোলনে অংশগ্রহণকারী তরুণ শিক্ষার্থীসহ সমর্থনকারী অসংখ্য নিরপরাধ মানুষের নামে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা আজো প্রত্যাহার করা হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর কথিত হেলমেটবাহিনীর হামলার বিচার বা হামলাকারীদের আজো চিহ্নিত করা হয়নি। ওই আন্দোলনে অংশগ্রহণকারী বহু শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হলেও আজও তাদের সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কোনো  পদক্ষেপ নেওয়া হয়নি। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের দেখানো পদ্ধতি সবার চোখ খুলে দিয়েছে বলা হলেও পরবর্তীতে তার ধারাবাহিকতা না থাকায় সড়কে বিশৃঙ্খলা ও অরাজকতার নারকীয় পরিবেশের তেমন কোনো উন্নতি হয়নি বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

বলা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পাস করা হলেও আইন বাস্তবায়নে অতীতের ন্যায় মালিক-শ্রমিক সংগঠনের অঘোষিত কর্মবিরতির নামে ধর্মঘট ডেকে দেশবাসীকে জিম্মি করার কারণে আজও এই আইন বাস্তবায়নে গতি পায়নি।

অবিলম্বে নিরাপদ সড়ক আন্দোলকারী শিক্ষার্থীদের দাবি-দাওয়া বাস্তবায়নের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহনকারী তরুণ শিক্ষার্থী ও এই আন্দোলন সমর্থনকারী প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীসহ সবার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে।